Random Latest Post

header ads

করোনা ভাইরাসের প্রভাবে হারিয়ে যাচ্ছে সকল ভাল কোম্পানির ব্যবসা ও চাকুরী

 


*পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ড 'ভিক্টোরিয়া সিক্রেট' দেউলিয়া ঘোষণা করেছে।

*বিখ্যাত চেইন ষ্টোর 'ZARA' তাদের ১২০০ আউটলেট বন্ধ করে দিয়েছে।

* ১১৮ বছরের পূরানো আমেরিকার 'জেসিপেনি' ২২৪ টি ষ্টোর বন্ধ করার ঘোষণা দিয়েছে।

*বিখ্যাত পারফিউম ব্র্যান্ড 'শ্যানেল' এবং বিখ্যাত ঘড়ি 'রোলেক্স' তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে।

*বিখ্যাত জুতা কোম্পানি 'নাঈকী' (Nike) প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব লে অফ করার জন্য তৈরি হচ্ছে। 

*বিখ্যাত আবাসন ব্যবসা এয়ারবিএনবি এর মালিক বলেছে, তাদের ১২ বছরের পরিশ্রম মাত্র ছয় সপ্তায় ধ্বংসের দ্বারপ্রান্তে । 

*বিখ্যাত কফি শপ 'স্টারবাক' তাদের ৪০০ দোকান বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। 

*এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে.......

✓বিগত পাঁচ মাসে করোনা মহামারীতে অনেক মানুষ তাদের চাকরি এবং ব্যবসা বাণিজ্য অথবা উপার্জনের সমস্ত পথ হারিয়ে মানবেতর জীবনযাপনের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

✓এই অবস্থায় আপনার যদি চাকরি থাকে, আপনার যদি আয়ের কোন পথ খোলা থাকে, তাহলে আপনি অন্যান্যদের চেয়ে অনেক ভাগ্যবান। 

✓আপনি যদি কোথাও চাকরি করে থাকেন, তাহলে আপনার কোম্পানীর মালিক তথা চাকরিদাতার প্রতি এবং আপনার কোম্পানির প্রতি আপনার দায়িত্ববোধ আগের চেয়ে বহুগুণ বেড়ে যাওয়া উচিত। আমাদের সকলের স্বেচ্ছায়, স্বপ্রনোদিত হয়ে এটা করা উচিত।

✓ভাবুন তো আপনার কোম্পানি কেমন করে টিকে আছে? আপনার কোম্পানির মালিক কিভাবে টিকে আছেন?

*২০২০ সাল আসলে বেঁচে থাকার বছর, যে কোনো ভাবে টিকে থাকার বছর। বেঁচে থাকতে পারাটাই বিরাট লাভজনক!

*কাজেই, ছোটখাটো অভিযোগ, ছোটখাটো না পাওয়া,  ছোট খাট অতৃপ্তি গুলোকে যেন আমরা খুব বড় হিসেবে বিবেচনা না করি। আমাদের পরিচিত অনেকেই এই মহামারীতে সকল অভিযোগের ঊর্ধ্বে চলে গেছেন।

✓বরং আমরা যে বেঁচে আছি, সুস্থ্য আছি, দুবেলা দুমুঠো খেতে পারছি; তার জন্য আরও বেশি কৃতজ্ঞ, আরো বেশি ধন্যবাদ দেই আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের চাকরি দাতাদের, আমাদের আত্মীয়স্বজনদের, আমাদের বন্ধু বান্ধবদের, আমাদের প্রতিবেশীদের।

Post a Comment

0 Comments