বর্তমানে বিশ্বের সবচাইতে বড় ই-কমার্স বিজনেস আমাজন। ই-কমার্স এর উদ্ভাবক ও বলা হয় আমাজন কে।
আমাজন এর প্রতিষ্ঠাতার নাম জেফ বেসোস। ১৯৯৪ সালে জেফ বেসোস এর চাকুরীসুত্রে তার উপর ইন্টারনেট এর কিছু তথ্য নিয়ে কাজ করবার দায়িত্ব পরে। জেফ বেসোস খেয়াল করলেন প্রতি মাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আর এই ব্যাপার টাই তাকে ভাবাতে শুরু করলো ইন্টারনেট দুনিয়ায় সবচাইতে বড় মার্কেট প্লেস এর। জেফ বেসোস এবং তার বন্ধু তাদের নিজ নিজ চাকুরী ছেড়ে দিয়ে আমাজন নিয়ে যাত্রা শুরু করেন। তাদের প্রথম অফিস ছিলো তাদের বাড়ির গ্যারেজ।
সিডি, বিভিন্ন সফটওয়্যার সহ প্রায় ২০ ধরনের বিক্রি করবার উপযোগী পন্য নিয়ে আমাজন এর পথ চলা শুরু হলেও তার মধ্যে প্রধান পন্য হিসেবে নির্ধারণ করা হয় পুরাতন বই।
বর্তমানে আমাজন এ ৬ লক্ষ ৪৭ হাজার কর্মী রয়েছে। আমাজন ফেসবুক থেকে প্রায় ২১ গুন বড়। তবে আয় করবার দিক থেকে আমাজন গুগল ফেসবুক থেকে ছোট।
আমাজন এ পাওয়া যায় কি কি তা হিসেব না করে বরং কি পাওয়া যায়না তা খুজে বের করা উচিৎ আমাদের। প্রতিদিন ১৬ লক্ষ প্রডাক্ট আমাজন তাদের ওয়্যারহাউজ থেকে বিশ্বের বিভিন্ন দেশে শিপ করে থাকে।
একটি বিশাল অনলাইন শপ ওপেন করবার জন্য পর্যাপ্ত টাকা না থাকায় জেফ বেজস বাবা মা তাদের ৩ লক্ষ ডলার দিয়ে সাহায্য করেন এবং বন্ধুবান্ধব, পরিচিত দের থেকে সহায়তা নিয়ে আরও ৭ লক্ষ ডলার নিয়ে শুরু হয় আমাজন এর অনলাইন শপ।



0 Comments